আসন্ন নারী ক্রিকেট বিশ্বকাপ ২০২৫-এর জন্য তারকাখচিত ধারাভাষ্যকার দলের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আগেই জানানো হয়েছিল নারী ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সেরা বিশ্বকাপ আয়োজনের কথা। এবারের আসরে ধারাভাষ্য দলের নেতৃত্বে থাকছেন সাবেক বিশ্বকাপজয়ী তারকা মেল জোন্স, ইশা গুহ, স্টেসি-অ্যান কিং ও জুলিয়া প্রাইস। তাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মিতালি রাজ, সানা মির ও অঞ্জুম চোপড়া।
এ ছাড়া থাকছেন কেটি মার্টিন, নাতাশা ফ্যারান্ট ও কাস নাইডু। পুরুষ ক্রিকেটের তারকা ধারাভাষ্যকারদের মধ্যে আছেন সাবেক বিশ্বকাপজয়ী অ্যারন ফিঞ্চ, কার্লোস ব্রাথওয়েট ও দিনেশ কার্তিক।
সঙ্গে থাকবেন জনপ্রিয় ধারাভাষ্যকার নাসের হুসেইন, ইয়ান বিশপ, এমপুমেলেলো এমবাঙ্গওয়া, রাসেল আরনল্ড এবং উপস্থাপক রাওনক কপূর ও যতীন সপ্রু।
৩০ সেপ্টেম্বর থেকে ভারত ও শ্রীলঙ্কার পাঁচটি ভেন্যুতে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের সব ম্যাচ সম্প্রচারিত হবে আইসিসি টিভিতে। প্রতিটি ম্যাচের আগে থাকবে আধা ঘণ্টার প্রি-গেম শো, ইনিংস বিরতিতে বিস্তারিত বিশ্লেষণ এবং ম্যাচশেষে বিস্তৃত সারসংক্ষেপ।
প্রযোজনা সহযোগী হিসেবে থাকছে জিওস্টার, সরঞ্জাম সরবরাহ করবে এনইপি। পাশাপাশি মোবাইল ভিত্তিক দর্শকদের জন্য নির্দিষ্ট ম্যাচে আলাদা সম্প্রচারও থাকবে।