ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

শেখ হাসিনার জন্মদিন পালন, ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৩:৪৬ পিএম
গ্রেপ্তারকৃত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ নেতাকর্মী। ছবি- রূপালী বাংলাদেশ

গোপালগঞ্জের কাশিয়ানীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করার সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় খিচুড়ী রান্নার সরঞ্জাম জব্দ করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

কাশিয়ানী থানার ওসি মো. কামাল হোসেন জানান, রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে কাশিয়ানী উপজেলার ভাট্টাইধোবা গ্রামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ সময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রলীগ নেতাকর্মী মো. হাসান মোল্যা, মো. ইব্রাহিম মিয়া, মো. সাফায়েতুল ইসলাম ওরফে আরমান ও সাগর মৃধাকে গ্রেপ্তার করে। এ সময় খিচুড়ি রান্নার সরঞ্জাম জব্দ করা হয়।

তিনি আরও বলেন, গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির সমাবেশ বাধাগ্রস্ত করতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে জনমনে ভীতির সঞ্চার করেছিল গ্রেপ্তারকৃতরা। এ ঘটনায় কাশিয়ানী থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গ্রেপ্তারকৃতদের গোপালগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।