ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

জয়ের জন্য দুর্গার কাছে প্রার্থনা ভারতীয়দের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৪:৩২ পিএম
ভাস্কর্যটি তৈরি করেন আন্তর্জাতিক বালু শিল্পী সুদর্শন পট্টনায়ক। ছবি- সংগৃহীত

একদিকে দুর্গোৎসবের আনন্দ, অন্যদিকে এশিয়া কাপ ক্রিকেট ফাইনালের উন্মাদনা! এই দুই বিশেষ মুহূর্তের আবহে এক অনন্য শিল্পকর্ম নিয়ে হাজির হলেন আন্তর্জাতিক বালু শিল্পী ও পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সুদর্শন পট্টনায়ক। 

আসন্ন ভারত-পাকিস্তান মহারণে টিম ইন্ডিয়ার জয় কামনা করে তিনি পুরীর সমুদ্র সৈকতে গড়েছেন এক দৃষ্টিনন্দন বালুর ভাস্কর্য।

ভাস্কর্যে দেখা যাচ্ছে, দুর্গা ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দেরকে আশীর্বাদ করছেন। ভাস্কর্যের গায়ে খোদাই করা একটি ব্যাটে লেখা রয়েছে ‘Durga Maa’s Blessings – Good Luck, Team India!’

প্রায় ৬ ফুট উঁচু এই অসাধারণ ভাস্কর্যটি তৈরি করতে ব্যবহার হয়েছে প্রায় ৫ টন বালি এবং বিশেষ প্রতীক হিসেবে ২৫০টি ছোট ছোট বালুর বল। এই বলগুলো শক্তি, দলীয় চেতনা ও গোটা জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতীক। 

সুদর্শন পট্টনায়কের এই কাজে তার 'স্যান্ড আর্ট ইনস্টিটিউট'-এর শিক্ষার্থীরাও সহযোগিতা করেছে।

সুদর্শন পট্টনায়ক জানান, প্রতি বছর দুর্গাপূজায় তারা বিশেষ কিছু তৈরি করেন। এ বছর এশিয়া কাপ ফাইনাল একই সময়ে হওয়ায় তারা ২৫০টি ক্রিকেট বলের প্রতীক ব্যবহার করে এই ভাস্কর্য গড়েছেন। 

তিনি বলেন, ‘ভারত ও পাকিস্তান ফাইনালের মঞ্চে মুখোমুখি হচ্ছে, আমরা দুর্গার কাছে ভারতের জয়ের জন্য প্রার্থনা করছি।’

আজ রোববার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপ ফাইনালকে ঘিরে ভারতজুড়ে চলছে তীব্র উত্তেজনা। এই ফাইনালে জয়ী হলে ভারত তাদের ৯ম শিরোপা জিতে নতুন রেকর্ড গড়বে। 

ভারতের জয়ের জন্য দেশজুড়ে প্রার্থনাও শুরু হয়েছে। প্রয়াগরাজে ভক্তদের আরতি ও জম্মুর কালী মন্দিরে বিশেষ পুজোর দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।