ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

নিউমার্কেটে গাউছিয়া মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৫, ০৭:৩৮ এএম
রাত ১১টার দিকে দুর্বৃত্তরা গাউছিয়া মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায়। ছবি- সংগৃহীত

রাজধানীর নিউমার্কেট থানার গাউছিয়া মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার (১৭ নভেম্বর) রাত ১১টার দিকে দুর্বৃত্তরা ককটেল ফাটিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।

নিউমার্কেট থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. মনির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাউছিয়া মার্কেটের সামনেই ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তবে এতে কেউ হতাহত হয়নি এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তদের শনাক্তে কাজ শুরু করেছে।