ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

যুবদল নেতাকে হত্যার পর রিকশা চালাতে দেরি করায় চালককেও গুলি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৫, ০২:৪০ এএম
দুর্বৃত্তরা গোলাম কিবরিয়াকে এলোপাতাড়ি গুলি করে। ছবি- সংগৃহীত

রাজধানীর পল্লবী ১২ নম্বর সেকশনের সি ব্লকে সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে দুর্বৃত্তদের গুলিতে যুবদল নেতা গোলাম কিবরিয়া নিহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, গোলাম কিবরিয়ার শরীরে ৯টি গুলি লেগেছে।

জানা গেছে, নিহত গোলাম কিবরিয়া পল্লবী থানার যুবদলের সদস্যসচিব ছিলেন। তিনি স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে মিরপুর সাড়ে ১১-এ ভাড়া বাসায় থাকতেন।

যুবদল নেতা গুলিতে নিহত হওয়ার পর একই এলাকার রিকশাচালক আরিফকে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। আহত আরিফকে আশেপাশের লোকজন উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি জানিয়েছেন, রিকশা চালাতে দেরি হওয়ায় দুই দুর্বৃত্ত তাকে গুলি করেন।

পুলিশ জানিয়েছে, গোলাম কিবরিয়াকে হত্যার সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ এবং অন্যান্যদের খোঁজতে তদন্ত চলছে। গোলাম কিবরিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ এখনও ঘটনাস্থলে অবস্থান করছে এবং মামলার প্রক্রিয়া চলছে।