এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিণত হতে যাচ্ছে এক রুদ্ধশ্বাস ক্রিকেটীয় রণক্ষেত্রে। এশিয়া কাপের ইতিহাসে এই প্রথমবার শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।
বাংলাদেশ সময় রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে এই ঐতিহাসিক ফাইনাল।
তবে এই মেগা ফাইনাল ঘিরে ক্রিকেট ভক্তদের মনে একটি প্রশ্ন উঁকি দিচ্ছিল - যদি বৃষ্টির কারণে খেলা ভেস্তে যায়? আজকের দিনে এমন সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, তারপরও নিয়মের বেড়াজালে কী আছে?
জানা গেছে, যদি ফাইনাল পরিত্যক্ত হয়, তবে শিরোপা নিয়ে কোনও চিন্তা নেই। আয়োজকদের নিয়ম অনুযায়ী, যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে ভারত ও পাকিস্তানকে!
আসলে, ফাইনাল ম্যাচের জন্য একটি 'রিজার্ভ ডে' রাখা হয়েছে। অর্থাৎ, আজকের ম্যাচে ফল না এলে আগামীকাল (সোমবার) সেই ফাইনালের রিজার্ভ ডে।
যদি বৃষ্টির কারণে দুই দিনেও ম্যাচের ফল না আসে, তখনই ফাইনাল ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হবে এবং দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।
তবে ক্রিকেটপ্রেমীদের জন্য স্বস্তির খবর, দুবাইয়ের আবহাওয়ার পূর্বাভাস একেবারেই আশঙ্কামুক্ত। আজ এবং রিজার্ভ ডে অর্থাৎ আগামীকালও (সোমবার) দুবাইয়ে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, তাপমাত্রা থাকবে প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়াও, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের রেকর্ডও দারুণ! ২০০৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত এই মাঠে ১০৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ হয়েছে, যার একটিও পরিত্যক্ত হয়নি।
ফলে, দু'দিন বৃষ্টির কারণে খেলা ভেস্তে গিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর যুগ্ম চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।