পিরোজপুরের স্বরূপকাঠিতে গাছ কাটার জন্য টানানো দড়িতে আঘাত পেয়ে মো. তানিম (১৯) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে স্বরূপকাঠি-পিরোজপুর সড়কের সেহাংগল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানিম উপজেলার পানাউল্লাপুর গ্রামের নার্সারি ব্যবসায়ী মো. জাহাঙ্গীর হোসেনের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, তানিম রাজধানী ঢাকার পূবাইলে তার বাবার নার্সারি ব্যবসা দেখাশোনা করতেন। দুদিন আগে তিনি ঢাকা থেকে বাড়িতে আসেন। ঘটনার দিন তানিম তার চাচাতো ভাই আনিসকে নিয়ে মোটরসাইকেলযোগে স্বরূপকাঠি থেকে পিরোজপুরের দিকে যাচ্ছিলেন। পথে সেহাংগল এলাকায় পৌঁছালে তারা দুর্ঘটনার শিকার হন।
প্রত্যক্ষদর্শী স্থানীয় মো. ফয়সাল জানান, ‘জনৈক ব্যক্তি সড়কের পশ্চিম পাশের একটি গাছ কাটতে গিয়ে সড়কের ওপর দিয়ে পূর্বপাশে আড়াআড়িভাবে একটি দড়ি বেঁধে রাখেন। এ সময় সড়কে চলাচলকারীদের জন্য কোনো নির্দেশনা বা সতর্কতার ব্যবস্থা রাখা হয়নি। দড়ির নিচ দিয়ে যাওয়ার সময় তানিমের গলায় আঘাত লাগে এবং তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
জরুরি বিভাগের চিকিৎসক ডা. লিমা আক্তার জানান, ‘হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’
নেছারাবাদ থানার ওসি বনি আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।