ইউক্রেনের রাজধানী কিয়েভে টানা ১২ ঘন্টা হামলা চালিয়েছে রাশিয়া। এ সব হামলায় অন্তত ৬০০ ড্রোন ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে মস্কো। অভিযোগ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির। এ সব হামলায় ১২ বছরের এক শিশুসহ ৪ জন নিহতের খবর জানান তিনি। পাশাপাশি এসব হামলা রাশিয়ার হত্যা ও যুদ্ধ চালিয়ে যাওয়ার ইচ্ছার বহিঃপ্রকাশ মন্তব্য করে এর কঠোর প্রতিশোধ নেয়ার হুমকি দেন জেলেনস্কি।
বিবিসি জানায়, রোববার (২৮ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে হামলা শুরু হয়, যাতে ড্রোন ও মিসাইল ব্যবহার করে রাশিয়া। পর্যবেক্ষকরা জানিয়েছেন, ২০২২ সালে পূর্ণমাত্রার হামলার পর রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকায় আজই সবচেয়ে বড় হামলা চালাচ্ছে রুশ বাহিনী।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো বলেছেন রাশিয়ার হামলায় একটি কার্ডিওলজি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জীবন বাঁচাতে কিয়েভের অনেক বাসিন্দা ভূর্গভস্থ মেট্রো স্টেশনে আশ্রয় নিয়েছেন।
এছাড়া হামলায় জাপোরিঝিয়াসহ অন্যান্য অঞ্চলকেও লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। জাপোরিঝিয়ার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে অন্তত ১৬ জন আহত হয়েছেন। এছাড়া সেখানকার বেশ কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।