ভারতের চেন্নাইয়ে তামিলাগা ভেটরি কাজাগমের (টিভিকে) জনসভায় পদদলিত হয়ে মারা যাওয়া প্রত্যেকের পরিবারকে ২০ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়। সমাবেশে আহত হওয়া অন্তত ১০০ লোককে ২ লাখ রুপি করে দিবে বলছে রাজনৈতিক দল টিভিকে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) মর্মান্তিক এ ঘটনা ঘটে। এ পর্যন্ত দুর্ঘটনায় ৩৯ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। নিহত ৩৯ জনের মধ্যে নারী ১৮, পুরুষ ৯ জন এবং ১০ শিশু রয়েছে বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রমানিয়ান।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, থালাপতি বিজয় জনসভার মঞ্চে আসার পর তাকে কাছ থেকে দেখতে গিয়ে মঞ্চের ব্যারিকেডের দিকে চলে আসেন মানুষ। ওই সময় দমবন্ধকর পরিস্থিতি সৃষ্টি হলে অনেকে জ্ঞান হারান। এরপরই পদদলনের ঘটনা ঘটে। জনসভায় ৩০ হাজার মানুষ জড়ো হবেন বলে ধারণা করা হলেও সেখানে প্রায় ৬০ হাজার মানুষ জড়ো হয়ে যান। যা বাড়তি চাপ ফেলে সমাবেশস্থলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ৮টার দিকে বিপুলসংখ্যক লোক থালাপতি বিজয়কে একনজর দেখার জন্য মঞ্চের ব্যারিকেডের দিকে এগিয়ে যান। ওই সময় ঘটনার সূত্রপাত। লোকজন হুড়োহুড়ি করে সামনে যাওয়ার সময় অনেকেই অচেতন হয়ে পড়েন। এ অবস্থায় শিশুরা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। উপস্থিত পুলিশ ও স্বেচ্ছাসেবকেরা পরিস্থিতি সামলানোর আগেই অনেকে পদদলিত হন।
স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঞ্চের চারপাশে পর্যাপ্ত ফাঁকা জায়গা ছিল না। ফলে বিজয়কে একনজর দেখার জন্য মানুষ যখন সামনে এগোতে থাকে, তখন অতিরিক্ত চাপে এমন পরিস্থিতির সৃষ্টি হয়।
স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, মূলত থালাপতি বিজয়ের গতকালের জনসভায় যে সময় আসার কথা ছিল তার সাত ঘণ্টা পর তিনি মঞ্চে উপস্থিত হন। তার দেরির কারণে মানুষের সংখ্যাও বাড়তে থাকে। একটা সময় সেখানে মানুষের মধ্যে গাদাগাদি পরিস্থিতি সৃষ্টি হয়। এরপরই ঘটে যায় ভয়াবহ এ ঘটনা। নিহতের সংখ্যা ৩৯ থেকে বেড়ে আরও অনেক বেশি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।