ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

রাজশাহীসহ ৩ জেলায় আজও বাস চলাচল বন্ধ

রাজশাহী ব্যুরো
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০২:২০ পিএম
বাস চলাচল বন্ধে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। ছবি- সংগৃহীত

পরিবহন মালিক ও শ্রমিকদের দ্বন্দ্বের জেরে আজও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তৃতীয় দিনের মতো আজ রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন বাস মালিকেরা। তবে জরুরি প্রয়োজনে অনেকেই লোকাল বাসে ঢাকায় যাতায়াত করছেন।

এদিকে বাস চলাচল বন্ধ থাকায় অনেক যাত্রীই পড়ছেন দুর্ভোগে। আগে থেকে টিকিট কেটে কাউন্টারে এসে অনেকেই জানতে পারছেন বাস বন্ধ। এতে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।

তবে একতা ট্রান্সপোর্ট নামে একটি বাস এই রুটে তাদের চলাচল স্বাভাবিক রেখেছে। কিছু লোকাল বাসও ঢাকা রুটে যাত্রী পরিবহন করছে। এ অবস্থায় জরুরি প্রয়োজনে অনেকেই এসব বাসে ঢাকায় যাতায়াত করছেন।

পরিবহন মালিক ও শ্রমিকরা বলছেন, এই জটিলতা নিরসনে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। সমঝোতা হলে বাস চলাচল আবারও শুরু হবে।

এর আগে গতকাল চাঁপাইনবাবগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বলেন, বাস চলাচল স্বাভাবিক করতে মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে। তবে মালিকেরা কোনো সাড়া দিচ্ছেন না।