ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

কালকিনিতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫, ১২:৩৭ পিএম
কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি- রূপালী বাংলাদেশ

মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের খালেকেরহাট এলাকার মো. সাহেব আলী ছেলে জাহিদ (২৫) ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে তিনি কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

পরিবারের সদস্যরা জানান, কয়েকদিন ধরে জাহিদ জ্বরে ভুগছিলেন। পরে ডেঙ্গু শনাক্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

কর্মরত চিকিৎসক বলেন, রোগী গতকাল সন্ধ্যায় ভর্তি হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।