ঢাকা শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর যৌথ অভিযান, আটক ৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৫, ০৪:২০ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

চুয়াডাঙ্গায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বোমা, দেশীয় ধারালো অস্ত্র ও হরিণের চামড়াসহ তিন জনকে আটক করা হয়েছে। 

শুক্রবার (২৮ নভেম্বর) ভোরে আলমডাঙ্গা উপজেলার ছত্রপাড়া গ্রামে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, আলমডাঙ্গা উপজেলার ছত্রপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে শামিম হোসেন (৩০), মৃত বদর উদ্দিনের ছেলে হান্নান হোসেন (৫৪) ও মনিরুল ইসলামের ছেলে লাল্টু হোসেন (৪০)।

স্থানীয়রা জানায়, হারদী অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ছত্রপাড়া গ্রামে অভিযান চালান। এ সময় আটককৃতদের বাড়ি থেকে দুটি ককটেল বোমা, দেশীয় তৈরি তিনটি ফালা, সাতটি ধারালো অস্ত্র, একটি হরিণের চামড়া এবং একটি মোবাইল ফোন উদ্ধার করে। পরবর্তীতে জামজামি পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকৃত ককটেল বোমা, দেশীয় ধারালো অস্ত্র ও হরিণের চামড়ার জব্দ তালিকা প্রস্তুত করে এবং আসামিদের থানায় নিয়ে আসে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহা. মাসুদুর রহমান (পিপিএম) বলেন, ‘সেনাবাহিনী ককটেল বোমা, ফালা ও ধারালো অস্ত্রসহ শামিম, হান্নান ও লাল্টুকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশের সহযোগিতায় অভিযান সম্পন্ন করে পরে তাদের থানায় হস্তান্তর করে। পরে মামলা দায়ের করা হয়।’