ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

রাজধানীতে সড়ক অবরোধ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫, ১২:১৩ পিএম
কারওয়ান বাজারে সড়ক অবরোধ। ছবি- সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা। ফলে সড়কের পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। 

রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনে জড়ো হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

‎অবস্থান কর্মসূচিতে মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা বলেন, আমরা ২০২৪ সালের মে মাসের মধ্যে যাওয়ার কথা ছিল। কিন্তু আমরা টাকা জমা দিয়েও যেতে পারিনি। সরকার আমাদের সঙ্গে আলোচনায় বসে এবং ট্রেনিং নিতে উৎসাহিত করে। এক একটা ট্রেনিং-এ আমাদের ২০-২৫ হাজার টাকা খরচ হয়েছে। আমরা ঋণ করে এই টাকা এনেছি। এখন পরিবার নিয়ে খুব কষ্টের মধ্যে আছি। আমাদের চাওয়া, আমাদের যেন যত দ্রুত সম্ভব সরকার মালয়েশিয়া পাঠায়। তা না হয় আমরা আমাদের ঋণের বোঝা সইতে পারব না।



‎মহাসমাবেশের নেতৃত্ব দেওয়া মাইনউদ্দীন বাবু বলেন, আমরা প্রত্যেকে ৫-৭ লাখ টাকা ঋণ করে মালয়েশিয়া যাওয়ার জন্য টাকা দিয়েছি। এখন সবাই নিঃস্ব হয়ে পড়েছি। সরকার আমাদের আশ্বস্ত করার পর ট্রেনিংয়ের ব্যবস্থা করে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমাদের আরও কর্মীরা আসছে এবং আমরা সড়ক অবরোধ করে রেখেছি।