পিরোজপুরের কাউখালীতে নদীবন্ধু সমাজের উদ্যোগে দিনব্যাপী বিশ্ব নদী দিবস পালিত হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে কচা নদীর বেকুটিয়া সেতু সংলগ্ন ডলফিন চত্বরে অনুষ্ঠানের প্রধান অতিথি পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন।
‘এসো নদীর বন্ধু হই, নদী সংরক্ষণে ব্রতী রই’- এ বক্তব্য সামনে রেখে ডলফিন চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বেকুটিয়া সেতু পরিদর্শন করে। পরে কচা নদীর তীরে বৃক্ষরোপণ, নদীতে মাছের পোনা অবমুক্তকরণ ও নদী সুরক্ষায় নদী তীরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা ও পিরোজপুর জেলা স্কাউট সাধারণ সম্পাদক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে নদীবন্ধু সমাজের প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রাণ কৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্বে নদীবন্ধু সমাজের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, নদীবন্ধু সমাজের সদস্য দেবদাস মজুমদার উপস্থিত ছিলেন।
পরে বাংলাদেশ নদীবন্ধু সমাজের সভাপতিত্বে নদী বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নদীবন্ধু মো. আলামিন বাকলাই।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন, ‘বিশ্ব নদী দিবসে উপকূলীয় পিরোজপুরের একটি গুরুত্ব রয়েছে। এ জেলায় কচা, বলেশ্বর, সন্ধ্যা, কালিগঙ্গাসহ অসংখ্য শাখা নদী বহমান। এসব নদী মরে গেলে এ উপকূলীয় জনজীবনে বিরূপ প্রভাব পড়বে। আমাদের এ নদীর সঙ্গে মানুষের জীবন প্রবাহে একাকার। তাই নদীর দূষণমুক্ত করতে হবে এবং এর গতিধারা ঠিক রেখে নদীকে সুরক্ষা করতে হবে। আসুন আমরা সবাই মিলে নদীর বন্ধু হই, নদী বাঁচাই।’