রাজধানীর যাত্রাবাড়ী সায়েদাবাদ রেলগেট এলাকায় রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় আব্দুল গনি (৬০) নামের এক ব্যক্তি মারা গেছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত পৌনে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় আব্দুল গনিকে উদ্ধার করেন পথচারী মো. মিরাজ। তিনি বলেন, সায়েদাবাদ রেলগেট এলাকায় রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জ গামী ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ওই ব্যক্তি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক জানান তিনি আর নেই।
আব্দুল গনির ছেলে আশরাফুল আলম জানান, খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসে জানতে পারি আমার বাবা আর নেই। আমাদের বাড়ি গেন্ডারিয়া করাটি টোলার ২৫/এ/১ নম্বরে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।