অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) দিনব্যাপী এ অভিযান চালিয়ে থানা এলাকার বিভিন্ন স্থান থেকে ২০ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- ১। জীবন (৩২) ২। রনি (২৪) ৩। লিংকন (৩৫) ৪। নিয়াজ আনসারী (৪২) ৫। শিহাব (৩০) ৬। হৃদয় (১৮) ৭। রিমন (২২) ৮। রাজিব (২৩) ৯। রাজু (২৫) ১০। আলামিন (২৩) ১১। আরমান (২৫) ১২। সূর্য (২৮) ১৩। চাঁদ মিয়া (৩১) ১৪। মনির হোসেন (২৬) ১৫। রাজু (৩৫) ১৬। সুমন (২৮) ১৭। মমিনুর (৪২) ১৮। শাহিদ ইসলাম (২৫) ১৯। মাসুম (৩০) ও ২০। সেলিম (৪০)।
এ সময় তাদের কাছ থেকে ১৮০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত সক্রিয় অপরাধী।