গণঅধিকার পরিষদে (জিওপি) ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন ফারুক হাসান। দলটির সভাপতি নুরুল হক নুরের চিকিৎসাজনিত কারণে বিদেশে অবস্থানের কারণে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘গণঅধিকার পরিষদ উচ্চতর পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, দলীয় গঠনতন্ত্রের ৩৬(১) ধারার ভিত্তিতে সভাপতি জনাব নুরুল হক নুরের চিকিৎসাজনিত কারণে বিদেশে অবস্থানরত থাকার কারণে সিনিয়র সহসভাপতি ফারুক হাসান সভাপতির রুটিন দায়িত্ব পালন করবেন।’
এর আগে ফারুক হাসান গণঅধিকার পরিষদে মুখপাত্র (উচ্চতর পরিষদের সদস্য ও সিনিয়র সহ-সভাপতি পদমর্যাদায়) হিসেবে যোগ দেন। তাকে এই পদে মনোনীত করেন দলটির সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খান।
ফারুক হাসান আনুষ্ঠানিকভাবে গত বছরের ৩১ ডিসেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে গণঅধিকার পরিষদে (জিওপি) যোগ দেন।