ঢাকা শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

ডাকসু নিয়ে ষড়যন্ত্র না করে শিক্ষার্থীবান্ধব কাজ করুন: শিবির সেক্রেটারি

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০৬:৪৮ পিএম
ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জয়ী প্রতিনিধিদের কার্যক্রম নিয়ে ভিত্তিহীন ষড়যন্ত্র ও অপপ্রচার বন্ধ করার আহ্বান জানিয়েছেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, নির্বাচনি প্রক্রিয়ায় বাধা সৃষ্টি ও বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা বন্ধ করে শিক্ষার্থীবান্ধব কার্যক্রমে মনোনিবেশ করতে হবে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করেন, একটি মহল ডাকসু নিয়ে ধারাবাহিকভাবে মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে এবং বিষয়টি কোর্ট পর্যন্ত নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে, যা ডাকসুর স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করবে।

তিনি বলেন, ‘নির্বাচনে কারচুপির কোনো প্রমাণ না থাকা সত্ত্বেও ব্যালট পেপারের উৎস নিয়ে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। নির্বাচনের দিন সকালে মিডিয়া, পোলিং অফিসার, বিএনসিসি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে ব্যালট বাক্স খোলা হয় এবং অতিরিক্ত কোনো ব্যালট না থাকার বিষয়টি নিশ্চিত করে সিলগালা করা হয়।’

সাদ্দাম আরও জানান, সারা দিন নির্বাচনি কার্যক্রম শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ভোটার বা দলের পক্ষ থেকে কোনো ধরনের জালিয়াতি, কারচুপি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। টিএসসি কেন্দ্রে একটিমাত্র ব্যালট পেপার নিয়ে সাময়িক সমস্যা হয়েছিল, যা দ্রুত সমাধান করা হয়েছে।

শিবির নেতা বলেন, ‘ভোট গণনার সময় সিসিটিভি ফুটেজ লাইভ সম্প্রচার করা হয় এবং প্রভোস্ট, রিটার্নিং অফিসার, বিএনসিসি ও মিডিয়া প্রতিনিধি উপস্থিতিতে কেন্দ্রের সামনেই ফলাফল ঘোষণা করা হয়।’

তিনি সবাইকে সতর্ক করে বলেন, ‘ষড়যন্ত্র আর দোষ চাপানোর রাজনীতি বন্ধ করুন। শিক্ষার্থীদের স্বার্থে কাজ করুন, নইলে শিক্ষার্থীদের সঙ্গে আপনার সম্পর্ক আরও দূরত্ব তৈরি হবে। নোংরা রাজনীতির এই খেলাকে বন্ধ করতে হবে।’

ডাকসু নির্বাচনে শান্তি ও স্বচ্ছতা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশেষভাবে আহ্বান জানান সাদ্দাম।