ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

মোহাম্মদপুরে ‘কব্জি কাটা’ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫, ১১:৩৬ এএম
কব্জি কাটা গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার। ছবি- সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কব্জি কাটা গ্রুপের ৩ সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

‎শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় ছিনতাইয়ের সময় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- মো. রিয়াজ, হাবিব ও মো. শাহিন। তাদের কাছ থেকে ধারালো অস্ত্র চাপাতি উদ্ধার করা হয়।

‎বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম বলেন, দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং ‘কব্জি কাটা’ গ্রুপের সদস্যরা নানা অপরাধ করে আসছে। এরই ধারাবাহিকতায় ঢাকা উদ্যান ডি ব্লকের ২ নম্বর রোডে ছিনতাই করার সময়ে হাতেনাতে এই গ্রুপের তিনজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, সম্প্রতি নবোদয় হাউজিং এলাকায় এক কন্টেন্ট ক্রিয়েটরকে তুলে নিয়ে নির্যাতন ও তার ব্যবহৃত আইফোন ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তারকৃতরা জড়িত। এ ছাড়া সূচনা এলাকায় অটোরিকশা দিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। সেই ঘটনায় গ্রেপ্তারকৃতরা জড়িত থাকার কথা স্বীকার করেছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন তিনি।