ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

‘চাঁদাবাজদের দলীয় কোনো পরিচয় থাকতে পারে না’

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫, ১২:৩৯ পিএম
বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাইফুদ্দিন সালাম মিঠু পটিয়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা। ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন সালাম মিঠুর সঙ্গে পটিয়ায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া পৌর সদরের একটি অভিজাত রেস্তোরাঁয় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য মোহাম্মদ বদরুল খায়ের চৌধুরী।

মতবিনিময় সভায় সাইফুদ্দিন সালাম মিঠু বলেন, ‘আমি আমার বাবার হাত ধরেই রাজনীতিতে এসেছি। ছাত্র রাজনীতি ছেড়ে স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব পালন করেছি। বর্তমানে দক্ষিণ জেলা বিএনপির কমিটিতে দায়িত্ব পালন করছি। দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের আলোকে পটিয়াকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে আমি সর্বস্তরের মানুষের পাশে দাঁড়িয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমার পরিকল্পনার মধ্যে রয়েছে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন, কৃষি ও গ্রামীণ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, যুবসমাজের উন্নয়ন এবং মাদকমুক্ত মানবিক সমাজ গঠন।’

তিনি অভিযোগ করে বলেন, ‘গত ১৫ বছরে ফ্যাসিস্ট এমপি পটিয়াকে প্রতিটি ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার পরিবর্তে মাদকের আখড়ায় পরিণত করেছে। আমি চেষ্টা করব এই মাদকের করাল গ্রাস থেকে পটিয়াকে মুক্ত করতে।’

দলের স্বার্থকেই সর্বাগ্রে বিবেচনা করার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি দল থেকে মনোনয়নপ্রত্যাশী। তবে দল যদি আমাকে মনোনয়ন না দেয়, যাকে মনোনয়ন দেবে আমি ও আমার সহযোগীরা সর্বোচ্চ চেষ্টা করে তার জন্য কাজ করব। এ ছাড়া আমি সংসদ সদস্য না হলেও প্রতিশ্রুতি অনুযায়ী পটিয়ার মানুষের পাশে থেকে কাজ করে যাব।’

সভায় উপস্থিত ছিলেন, আব্দুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি জাহেদুল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আলমগীর তালুকদার টিপু, ডা. সাজ্জাদ ওসমান, প্রকৌশলী রেজাউল হায়াত খান আবীর, অ্যাডভোকেট আব্দুর সবুর, শিক্ষক সাদাউদ জামান চয়ন, ডা. ফয়সাল, বিএনপি নেতা মো. ফরিদুল আলম, ইদ্রিস পানু, বেলাল হোসেন, সাইফুল ইসলাম খোকন, এস এম হোসেন টুটুল, মিশকাত আহমেদ, বাহাদুর খাদেমী, জাহাঙ্গীর আলম, মনছুর শরীফ, তসলিম উদ্দিন, ফজলুল হক চুমুক, মোস্তফা মোরশেদ, জমির উদ্দিন আজাদ, মো. শামীম, আব্দুর রাজ্জাক, শহিদুল ইসলাম মাজু, শাহিন, মো. জিসান, রিদোয়ান, আপেল, আনিস, জমির, সুজন, আরিফ, মোরশেদ, দিদার, মো. শাহেদ ও আজিজ প্রমুখ।