ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

ইউপিডিএফ নিষিদ্ধ ও রাণী ইয়ান ইয়ানের গ্রেপ্তারের দাবিতে ঢাবিতে বিক্ষোভ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ১০:১৬ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা, নিরাপত্তা বাহিনীর ওপর হামলা, খুন, ধর্ষণসহ নানা সহিংস কর্মকাণ্ডের জন্য দায়ী করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-কে নিষিদ্ধ এবং চাকমা রাণী ইয়ান ইয়ানকে গ্রেপ্তারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ‘সার্বভৌমত্ব সচেতন শিক্ষার্থী জোট’। এতে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আয়োজক সংগঠনের নেতারা বলেন, ‘ভারত ও সরকারি প্ররোচনায় পরিকল্পিতভাবে পাহাড়কে অস্থিতিশীল করা হচ্ছে। ইউপিডিএফ পাহাড়ে বারবার খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলার সঙ্গে জড়িত। তবুও তারা বারবার পার পেয়ে যাচ্ছে।’

তারা আরও বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশবিরোধী অপপ্রচার ও চক্রান্তে উসকানিদাতা হিসেবে চাকমা রাণী ইয়ান ইয়ান কাজ করছেন। তাকে দ্রুত গ্রেপ্তার করতে হবে, নয়তো এ ষড়যন্ত্র বন্ধ হবে না।’

ছাত্র ও সাধারণ জনগণের উল্লেখযোগ্য অংশগ্রহণে সমাবেশস্থলে ছিলো উৎকণ্ঠা ও উত্তেজনা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিও ছিলো চোখে পড়ার মতো।

আয়োজকরা ইউপিডিএফসহ পাহাড়ে সক্রিয় সব বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে নিষিদ্ধের আহ্বান জানিয়ে বলেন, ‘দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে হলে এদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নিতে হবে।’