ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

জাতিসংঘে ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা সৌদি আরবের

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৫:০৯ এএম
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। ছবি- সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। একইসঙ্গে বিশ্ববাসীর কাছে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানান তিনি। সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

ভাষণের শুরুতেই সৌদি পররাষ্ট্রমন্ত্রী ‘ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ এবং গাজায় নজিরবিহীন মানবিক বিপর্যয়ের’ কথা তুলে ধরেন। পাশাপাশি দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি, জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং পরিকল্পিত হত্যাযজ্ঞের কঠোর সমালোচনা করেন।

তিনি বলেন, ‘এ সবই করা হচ্ছে ফিলিস্তিনি জনগণের ঐতিহাসিক ও আইনি অধিকারকে উপেক্ষা করে, তাদের বৈধ অধিকার মুছে দেওয়ার উদ্দেশ্যে।’

প্রিন্স ফয়সাল দীর্ঘ বক্তব্যে দ্বি-রাষ্ট্র সমাধানের ওপর জোর দেন। তিনি উল্লেখ করেন, সৌদি আরব ও ফ্রান্স সম্প্রতি এ বিষয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের সহ-আয়োজক ছিল, যেখানে পশ্চিমা বিশ্বের একাধিক দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে।

তিনি বলেন, ‘এখন সময় এসেছে ফিলিস্তিনি সমস্যার ন্যায়সঙ্গত ও স্থায়ী সমাধান খোঁজার। সামরিক উত্তেজনা কোনোদিনই শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না।’

সৌদি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়কে এই ট্র্যাজেডির ইতি টানতে ও টেকসই শান্তি প্রতিষ্ঠায় দায়িত্ব নিতে হবে। দ্বি-রাষ্ট্র সমাধানই একমাত্র পথ, যা আঞ্চলিক সব দেশের নিরাপত্তা নিশ্চিত করতে পারে।’

তিনি বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় যদি ইসরায়েলি আগ্রাসন ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ না নেয়, তবে আঞ্চলিক ও বৈশ্বিক অস্থিরতা আরও বাড়বে। নিষ্ক্রিয়তা কেবল যুদ্ধাপরাধ ও গণহত্যার ঘটনা আরও ত্বরান্বিত করবে।’

এ সময় তিনি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য বিশ্ববাসীর কাছে আহ্বান জানান এবং পশ্চিম তীরে অবস্থিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কার প্রক্রিয়ায় আন্তর্জাতিক সমর্থনের ওপর গুরুত্বারোপ করেন।

অন্যদিকে ইসরায়েল বলেছে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া মানে ‘সন্ত্রাসের পুরস্কার’।