ঢাকা শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

পারমাণবিক ‘ঢাল-তলোয়ারে’ ধার দিতে বললেন কিম

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০৭:৩৩ পিএম
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ছবি- সংগৃহীত

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার জন্য পারমাণবিক ঢাল-তলোয়ারকে আরও শক্তিশালী করতে সকল সম্ভাব্য সম্পদ পারমাণবিক কর্মসূচিতে কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন।

শনিবার (২৫ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এই খবর প্রকাশ করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সও এ তথ্য নিশ্চিত করেছে।

কেসিএনএ জানিয়েছে, কিম শুক্রবার উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র গবেষণা ইনস্টিটিউটের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিজ্ঞানীদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি বলেন, পারমাণবিক প্রতিক্রিয়ার দৃষ্টিভঙ্গি আরও সমৃদ্ধ করা দেশের ‘অতি প্রয়োজনীয় শীর্ষ অগ্রাধিকার’।

কেসিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, ‘আমাদের অবশ্যই পারমাণবিক ঢাল-তলোয়ার ক্রমাগত শক্তিশালী ও নবায়ন করতে হবে, যা দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা, স্বার্থ ও উন্নয়নের অধিকার নির্ভরযোগ্যভাবে নিশ্চিত করবে।’

উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে একটি গোপন পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালিয়ে আসছে, যার মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অভিযানে অংশ রয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং সম্প্রতি জানিয়েছেন, এ ধরনের কর্মকাণ্ডের ফলে দেশটি বছরে ২০টির মতো পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম।

কিমের নির্দেশনা ইঙ্গিত দেয়, উত্তর কোরিয়া পারমাণবিক শক্তি সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ এবং আন্তর্জাতিক চাপের মধ্যেও নিজের প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়ানোর পরিকল্পনা করছে।