ঢাকা শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

রাশিয়ায় সস্তা মদের থাবা, ২৫ জনের মৃত্যু

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০৮:০৫ পিএম
ছবি- সংগৃহীত

পশ্চিম রাশিয়ায় মিথানলযুক্ত সস্তা অ্যালকোহলের কারণে চলতি মাসে মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) তদন্তকারীরা জানিয়েছেন, ছয়টি নতুন মরদেহে মারাত্মক মিথানলের মাত্রা পাওয়া গেছে। বার্তা সংস্থা এএফপির বরাতে জানিয়েছে দ্য মস্কো টাইমস

রাশিয়ায় সস্তা মুনশাইন বা ঘরে তৈরি অ্যালকোহল দীর্ঘদিন ধরে মারাত্মক বিপদের কারণ। বিশেষ করে গ্রামের এলাকায় যেখানে জীবনযাত্রার মান কম এবং বৈধ অ্যালকোহলের দাম অত্যন্ত বেশি। যদিও এই ধরনের মৃত্যুর সংখ্যা ১৯৯০-এর দশকে রেকর্ড করা পর্যায়ের চেয়ে কম, তবুও বছরে বহু মানুষ এতে প্রাণ হারায়।

রাশিয়ার প্রধান তদন্তকারী সংস্থা জানিয়েছে, লেনিনগ্রাদ অঞ্চলের ভোলোসোভস্কি জেলা থেকে ১০-১৭ সেপ্টেম্বরের মধ্যে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। ফরেনসিক পরীক্ষায় দেখা গেছে, ছয়জনের দেহে মারাত্মক মাত্রার মিথানল ছিল।77663

তদন্তকারীরা বলছেন, তিনজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং তারা বিচারের অপেক্ষায় রয়েছেন।

এটি নতুন ঘটনা নয়। ২০১৬ সালে সাইবেরিয়ার ইরকুটস্কে মিথানলযুক্ত নিষিদ্ধ স্নানের তেল পান করার কারণে ৬০-এর বেশি মানুষ মারা গিয়েছিল। এরপর রাশিয়া আইন কঠোর করেছে।

২০২৩ সালে ৫০ জনকে হত্যা করা নকল সিডার পানীয় তৈরি ও বিক্রির জন্য দুই ব্যক্তিকে প্রায় এক দশকের কারাদণ্ড দেওয়া হয়।

তদন্তকারীরা মনে করেন, বাণিজ্যিক অ্যালকোহলের উচ্চ দাম এবং ঘরে তৈরি স্পিরিটের সহজলভ্যতা গ্রামীণ এলাকায় এই ধরনের বিষক্রিয়ার ঝুঁকি বাড়াচ্ছে। এতে দেখা যায়, কঠোর আইন থাকা সত্ত্বেও সস্তা অ্যালকোহলের বাজার নিয়ন্ত্রণে আনা এখনও বড় চ্যালেঞ্জ।