ঢাকা শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

চট্টগ্রামে লোহার ডিপোতে বিস্ফোরণ, দগ্ধ ৮

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০৯:৫০ পিএম
ছবি - সংগৃহীত

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা এলাকায় একটি লোহার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন দগ্ধ হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে সাগরিকা রোড এলাকায় এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে ডিপোটিতে। বিস্ফোরণের পরপরই চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং আশপাশের এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে আতঙ্কে দৌঁড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন।

দগ্ধ ব্যক্তিরা হলেন- আব্দুল কাদের (৬০), আবুল কাসেম (৬০), মো. করিম (২৯), আব্দুল জলিল (৫৫), আবুল বশর খান (৬০), জামাল হোসেন (৩৮), মো. রাসেল (২৮) ও বাহার উদ্দিন (৪৫)। তাদের সবাইকে গুরুতর দগ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

চমেক হাসপাতাল ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল আলম আশেক বলেন, ‘বিস্ফোরণে আহত আটজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের সবাইকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। কারো শরীরে হালকা দগ্ধ, আবার কারো অবস্থা আশঙ্কাজনক।’

বিস্ফোরণের সঠিক কারণ এখনো জানা যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা ধারণা করছেন, স্ক্র্যাপ লোহার মধ্যে কোনো গ্যাস সিলিন্ডার বা বিস্ফোরক জাতীয় বস্তু থাকতে পারে, যা তাপ বা চাপের কারণে বিস্ফোরিত হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।