যশোরের শার্শায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া সাংবাদিক ও বিএনপি নেতা মনিরুল ইসলাম মনি’র নিঃশর্ত মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় যশোর-সাতক্ষীরা মহাসড়কের শার্শা উপজেলার উলশী গিলাপোল এলাকায় এ মানববন্ধন হয়। এতে অংশ নেন স্থানীয় শত শত নারী-পুরুষ। ব্যানার হাতে তারা সাংবাদিক মনি’র মুক্তির দাবি জানান এবং ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক মনি দীর্ঘদিন ধরে সৎ ও নির্ভীকভাবে সাংবাদিকতা করে আসছেন। তার লেখনী সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেছে। রাজনৈতিক ও পেশাগতভাবে হয়রানির উদ্দেশ্যেই একটি সাজানো মামলায় তাকে জড়ানো হয়েছে। মনিরুল ইসলাম মনি যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ ও দিনকাল পত্রিকার শার্শা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। পাশাপাশি তিনি বিএনপির শার্শা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক।
এলাকাবাসী মানববন্ধনে অংশ নিয়ে সাংবাদিক মনি’র বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার মুক্তির দাবি জানান। তারা বলেন, একটি সাজানো ঘটনাকে মামলায় রূপ দিয়ে হয়রানিপূর্বক মনিকে কারাগারে পাঠানো হয়েছে। এ ধরনের অন্যায়, মিথ্যা ও ভিত্তিহীন মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং মনিরুল ইসলাম মনি’র মুক্তি নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে আরও অভিযোগ করা হয়, গত ২৪ সেপ্টেম্বর এক স্কুলছাত্রকে নির্যাতনের অভিযোগ তুলে মনি’র বিরুদ্ধে তার পরিবারকে দিয়ে একটি কুচক্রী মহল মিথ্যা মামলা করিয়েছে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়।