ঢাকা শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

বার্সায় ইনজুরি মিছিল, ছিটকে গেলেন আরও দু’জন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০৮:৩৪ পিএম
রাফিনিয়া এবং জোয়ান গার্সিয়া। ছবি- সংগৃহীত

বার্সেলোনার জন্য যেন ইনজুরি এখন নিত্যসঙ্গী। তারকা মিডফিল্ডার গাভিকে হারানোর পর এবার কাতালান ক্লাবটির প্রথম সারির আরও দুই ফুটবলার চোটের কারণে মাঠের বাইরে চলে গেলেন। 

লা লিগায় রিয়াল ওবিয়েদোর বিপক্ষে ৩-১ গোলে দাপুটে জয় পেলেও, দলের উইঙ্গার রাফিনিয়া এবং গোলরক্ষক জোয়ান গার্সিয়ার ইনজুরি বার্সা শিবিরকে দুশ্চিন্তায় ফেলেছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বার্সেলোনার পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এই চোট থেকে পুরোপুরি সেরে উঠতে তাঁর আনুমানিক তিন সপ্তাহ সময় লাগতে পারে। 

এর ফলে লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ কিছু ম্যাচে তাকে ছাড়াই পরিকল্পনা সাজাতে হবে কোচ জাভি হার্নান্দেজকে।

অন্যদিকে, তরুণ গোলরক্ষক জোয়ান গার্সিয়ার চোট আরও গুরুতর। তার বাঁ হাঁটুর মেনিস্কাসে চোট লেগেছে।

এই চোট কাটিয়ে উঠতে তাকে শনিবার অস্ত্রোপচার করাতে হবে। অস্ত্রোপচারের পর তার মাঠের বাইরে থাকতে হবে প্রায় চার থেকে ছয় সপ্তাহ। 

প্রসঙ্গত, এই দুই ফুটবলারই লা লিগার রিয়াল ওবিয়েদোর বিপক্ষে ম্যাচে চোট পান।