ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

বিজয়ের জনসভায় পদদলনে শিশুসহ নিহত বেড়ে ৩৪

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ১০:০৮ পিএম
ছবি- সংগৃহীত

ভারতের তামিলনাড়ু রাজ্যের কারুর জেলায় জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়ের রাজনৈতিক দলের জনসভায় ভয়াবহ পদদলনের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত কমপক্ষে ৩৪ জনের মৃত্যু এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬ শিশু এবং ১৬ জন নারী রয়েছেন বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রহ্মণ্যম।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তামিলনাড়ুর কারুর জেলায় বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগম (টিভিকে) আয়োজিত একটি বিশাল জনসভায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। উপস্থিত জনতার সংখ্যা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে হঠাৎ হুড়োহুড়ি শুরু হয় এবং পদদলনের ঘটনা ঘটে। জনসভায় প্রায় ৩০ হাজার লোক সমাগম হয়েছিল।

স্থানীয় হাসপাতাল সূত্র জানায়, প্রায় ৫০০ জনকে ইতোমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আরও অন্তত ৪০০ জনকে চিকিৎসার জন্য আনা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কারুর জেলার পুলিশ সুপার ডেভিডসন দেবাসিরভাথাম।

এ ঘটনায় রাজ্যের দুই মন্ত্রীকে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যালোচনার নির্দেশ দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।

অভিনেতা-রাজনীতিক বিজয়ের প্রচারণা সভায় পদপিষ্ট হয়ে ৩৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬ শিশু এবং ১৬ জন নারী রয়েছেন বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রহ্মণ্যম। তিনি আরও জানান, এ ঘটনায় আহত হয়ে ৪০ জনের বেশি মানুষ চিকিৎসাধীন আছেন। গুরুতর আহতদের জন্য অন্য হাসপাতাল থেকে চিকিৎসক এবং ফরেনসিক বিশেষজ্ঞদের করুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

২০২৬ সালে তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে রাজ্যজুড়ে রাজনৈতিক সমাবেশ করছেন অভিনেতা-রাজনীতিক বিজয়। শনিবার কারুরে অনুষ্ঠিত হয় তার একটি মেগা সমাবেশ। বিজয়ের বক্তৃতার মাঝেই দর্শকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। এতে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। কয়েকজন দর্শক চিৎকার করে পুলিশের সাহায্য চান।

ঘটনার পর বিজয় বক্তৃতা থামিয়ে দর্শকদের দিকে পানির বোতল ছুড়ে দেন। তবে এর মধ্যেই পদপিষ্ট হওয়ার খবরে বিশৃঙ্খলা আরও বেড়ে যায়। সভাস্থলের কাছেই দ্রুত আনা হয় অ্যাম্বুল্যান্স। এ বিষয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন জানান, রাজ্যের মন্ত্রী আনবিল মহেশ এবং এম সুব্রহ্মণ্যমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি, হিন্দুস্তান টাইমস