ভারতের তামিলনাড়ু রাজ্যের কারুর জেলায় জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়ের রাজনৈতিক দলের জনসভায় ভয়াবহ পদদলনের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত কমপক্ষে ২০ জনের মৃত্যু এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তামিলনাড়ুর কারুর জেলায় বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগম (টিভিকে) আয়োজিত একটি বিশাল জনসভায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। উপস্থিত জনতার সংখ্যা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে হঠাৎ হুড়োহুড়ি শুরু হয় এবং পদদলনের ঘটনা ঘটে।
স্থানীয় হাসপাতাল সূত্র জানায়, প্রায় ৫০০ জনকে ইতোমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আরও অন্তত ৪০০ জনকে চিকিৎসার জন্য আনা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কারুর জেলার পুলিশ সুপার ডেভিডসন দেবাসিরভাথাম।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হাজারো সমর্থক জনসভাস্থলে বিজয়ের আগমনের জন্য প্রায় ছয় ঘণ্টা ধরে অপেক্ষা করছিলেন। নির্ধারিত সময়ের চেয়ে অনেক দেরিতে বিজয় সভাস্থলে পৌঁছালে উত্তেজিত জনতার ভিড় নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। এক পর্যায়ে হুড়োহুড়ি শুরু হলে অনেকেই মাটিতে পড়ে যান এবং পায়ের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
নিহতদের বেশিরভাগই ছিলেন তামিলাগা ভেট্রি কাজাগম-এর কর্মী ও সমর্থক। দুর্ঘটনার পরপরই পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠায় এবং ভিড় নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। সভার আয়োজনে কোনো ধরনের নিরাপত্তা ঘাটতি ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হবে।