ঢাকা শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

বাশার আল-আসাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০৬:০০ পিএম
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। ছবি- সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সিরিয়ার একটি আদালত। শনিবার (২৭ সেপ্টেম্বর) সিরিয়ান বিচারক তৌফিক আল-আলি সিরিয়ান আরব নিউজ এজেন্সিকে (সানা) এ তথ্য নিশ্চিত করেছন।

তিনি বলেন, ‘২০১১ সালের দারা ঘটনাবলীর সঙ্গে সম্পর্কিত অভিযোগে বাশার আল-আসাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।’ আল-আসাদের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যা, নির্যাতনের ফলে মৃত্যু এবং স্বাধীনতা হরণের অভিযোগ আনা হয়েছে।

বিচারক আরও বলেন, ‘এই বিচারিক সিদ্ধান্ত ইন্টারপোলের মাধ্যমে পরোয়ানা প্রচারের এবং আন্তর্জাতিকভাবে মামলাটি পরিচালনার দরজা খুলে দিয়েছে।’

তুর্কি বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ২০১১ সালে দারায় সংঘটিত ঘটনার শিকারদের পরিবারের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে বিচারক এই ঘটনাগুলোর বিস্তারিত উল্লেখ করেননি।

২০১১ সালের মার্চে আসাদ সরকারের বিরুদ্ধে সিরিয়ার বিদ্রোহের জন্মস্থান ছিল দারা। প্রায় ২৫ বছর ক্ষমতায় থাকা আসাদ গত বছরের ডিসেম্বরে রাশিয়ায় পালিয়ে যান। এর ফলে ১৯৬৩ সাল থেকে ক্ষমতায় থাকা বাথ পার্টির শাসন শেষ হয়।

চলতি বছরের জানুয়ারিতে আহমেদ আল-শারার নেতৃত্বে একটি নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। আর অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হন এক সময়ের সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার এই কমান্ডার। মার্কিন যুক্তরাষ্ট্র তার মাথার মূল্য ১০ মিলিয়ন ডলার ঘোষণা করেছিল।

২০২৪ সালের শেষের দিকে আসাদের ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সিরিয়ার নতুন প্রশাসন সামাজিক সংহতি বৃদ্ধি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণের জন্য কাজ করছে। এর পাশাপাশি তারা রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার অনুসরণ করছে।