ঢাকা শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

টানা ৬ দিনের ছুটিতে জাতীয় বিশ্ববিদ্যালয়

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০৭:২১ পিএম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি- সংগৃহীত

ধর্মীয় বিভিন্ন উৎসব উপলক্ষ্যে আগামী ১ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত অর্থাৎ টানা ছয় দিনের ছুটি ঘোষণা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। 

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, শ্রী শ্রী দুর্গাপূজা (মহানবমী ও বিজয়া দশমী) উপলক্ষ্যে ১ ও ২ অক্টোবর, ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষ্যে ৪ অক্টোবর এবং শ্রী শ্রী লক্ষ্মী পূজা উপলক্ষ্যে টানা ছয় দিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল দপ্তর ও অফিস বন্ধ থাকবে। এছাড়া ভাইস-চ্যান্সেলরের নির্বাহী আদেশে ৫ অক্টোবরও ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে বিশ্ববিদ্যালয়ের সকল দপ্তরে ১ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত টানা ছয় দিন কার্যক্রম বন্ধ থাকবে।

এই ছুটির আদেশ সংশ্লিষ্ট সব বিভাগ, দপ্তর ও আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর।