দেশে দীর্ঘদিন ধরে ভালো নির্বাচন না হওয়াই জুলাই মাসে ঘটে যাওয়া অভ্যুত্থানের অন্যতম প্রধান কারণ বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন ২০২৫’-এ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স এসোসিয়েশন আয়োজিত এই সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসি সচিব বক্তব্য রাখেন।
নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, ‘একটা জাতির ইতিহাসে এত অল্প সময়ে এ ধরনের গুরুত্বপূর্ণ ঘটনা এবং তার পরিবেশ খুব কমই তৈরি হয়। আমরা যদি আজকের বাস্তবতার পেছনের কারণ বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাব যে এর এক নম্বর কারণ হচ্ছে নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়া। আসুন, এই সত্যটি আমরা অকপটে স্বীকার করি।
তিনি বলেন, ‘যদি আপনি জুলাইয়ের ঘটনার পেছনে একের পর এক সম্ভাব্য কারণ বাদ দিতে থাকেন, তাহলে শেষ পর্যন্ত যে কারণটি রয়ে যাবে, সেটি হচ্ছে-পচা নির্বাচন বা নির্বাচনের নামে প্রহসন। আমরা যদি এই বাস্তবতা থেকে বের হতে চাই, এই সমস্যার সমাধান করতে চাই, তাহলে আমাদের আজকের এই সম্মেলন থেকেই প্রতিজ্ঞা করতে হবে-আর কখনো আমরা এ ধরনের নির্বাচন করবো না, বা অংশগ্রহণ করবো না।’
নির্বাচনী কর্মকর্তাদের সতর্ক করে এই নির্বাচন কমিশনার বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাদের একটি স্পষ্ট বার্তা দিতে চাই-এই নির্বাচন কমিশন কখনোই আপনাদেরকে পক্ষপাতদুষ্ট, অনৈতিক বা দুর্নীতিগ্রস্ত কোনো নির্বাচনের জন্য নির্দেশনা দেবে না। যদি আপনারা কেউ স্বেচ্ছায় পক্ষ হয়ে কাজ করেন, তাহলে তার দায়ভার আপনাকেই বহন করতে হবে। নির্বাচন কমিশন আপনাকে কোনো প্রকার সুরক্ষা দেবে না। এটি আপনার মনে গেঁথে নিন। এই কমিশনের পক্ষ থেকে কোনো চাপ, কোনো অস্পষ্ট নির্দেশনা বা রেফারেন্স দেওয়া হবে না। আইন অনুযায়ী, সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন হবে এবং হতেই হবে।’