ঢাকা শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

গলফ তারকা জেক ন্যাপের প্রেমিকার আকস্মিক মৃত্যু

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০৭:২১ পিএম
জেক ন্যাপ ও মাকেনা হোয়াইট। ছবি- সংগৃহীত

পিজিএ ট্যুরের উঠতি তারকা গলফার জেক ন্যাপ গভীর শোকে আচ্ছন্ন। তার দীর্ঘদিনের প্রেমিকা, মাকেনা হোয়াইট, মাত্র ২৮ বছর বয়সে মারা গেছেন। 

গতকাল (২৬ সেপ্টেম্বর) শুক্রবার মাকেনার ঘনিষ্ঠ এক বন্ধুর ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে এই মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

চলতি বছর মেক্সিকো ওপেনে ক্যারিয়ারের প্রথম পিজিএ ট্যুর শিরোপা জিতে শিরোনামে আসা জেক ন্যাপ এই কঠিন সময়ে ভেঙে পড়েছেন। তিনি তার প্রতিক্রিয়ায় মাকেনাকে একজন ‘অসাধারণ মানুষ’ হিসেবে বর্ণনা করেছেন।

ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে ন্যাপ তার গভীর অনুভূতি প্রকাশ করে বলেন, মাকেনা ছিলেন ভীষণ চিন্তাশীল একজন মানুষ। অন্যদের জন্য তার আত্মত্যাগী মনোভাব আমি সবসময় মনে রাখব। 

আমরা একসঙ্গে অসংখ্য স্মরণীয় মুহূর্ত কাটিয়েছি। এখন তাকে ছাড়া সেই বাস্তবতাকে মেনে নেওয়া ভীষণ কঠিন।

তিনি আরও যোগ করেন, মাকেনার ছিল চমৎকার পরিবার ও অসাধারণ সব বন্ধু, আর তার প্রাণবন্ত উপস্থিতি আমাদের সবাইকে ভীষণভাবে নাড়া দেবে। 

এই সময় মাকেনার পরিবার ও বন্ধুদের গোপনীয়তা ও সম্মান বজায় রাখার জন্য তিনি সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।

ইনস্টাগ্রামে তার বন্ধুর পোস্ট করা বিবৃতিতে বলা হয়, ‘ভারি হৃদয়ে জানাতে হচ্ছে, মাকেনা এই সপ্তাহের শুরুতে আমাদের ছেড়ে চলে গেছে। ইতিমধ্যেই তাকে ভীষণভাবে মিস করছে তার বাবা, পরিবার, বন্ধুরা এবং অবশ্যই নেলি ও ফার্গি।’