ঢাকা শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

যুক্তরাষ্ট্র থেকেই ই-ব্যালটে ভোট দেবেন আসিফ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০৬:৪৩ পিএম
আসিফ আকবর। ছবি- সংগৃহীত

জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর এবার কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিচ্ছেন। পাশাপাশি তিনি বিসিবির পরিচালক পদের জন্যও প্রার্থী হবেন।    

আসিফ আকবর সংগীতশিল্পী হিসেবে সুপরিচিত হলেও, নব্বইয়ের দশকের শুরুতে তিনি ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে ইয়ং পেগাসাসের হয়ে খেলেছেন। স্কুলজীবন থেকেই কুমিল্লার ক্রিকেটে তার পদচারণা ছিল।

কুমিল্লা জিলা স্কুলে স্কুল ক্রিকেটে এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে আন্তঃকলেজ ক্রিকেটে তিনি অধিনায়কত্ব করেছেন। খেলা ছাড়লেও মাঠের সঙ্গে তার যোগাযোগ কখনোই ছিন্ন হয়নি।   

জানা গেছে, ৬ অক্টোবর অনুষ্ঠিতব্য বিসিবি নির্বাচনে আসিফ আকবর যুক্তরাষ্ট্র থেকেই ই-ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। 

বর্তমানে টানা ১৪টি কনসার্ট নিয়ে ব্যস্ত থাকলেও এই নির্বাচনকে তিনি গুরুত্ব দিচ্ছেন। 

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করা আসিফ আকবর জানান কুমিল্লার ক্রিকেটের প্রতি তার আবেগের কথা। তিনি বলেন, কুমিল্লার খেলাধুলার দারুণ ঐতিহ্য ছিল একসময়। ফুটবল, ক্রিকেট, হকি—সব খেলায় আমাদের দাপট ছিল। 

অথচ ঢাকার এত কাছের জেলা হয়েও আমরা সব হারিয়েছি। কুমিল্লায় ৬ বছর ধরে ক্রিকেট লিগ হয় না, এটা ভাবা যায়!

তিনি জানান, গান আমার পেশা, এটা তো ছাড়া যাবে না! এখান থেকেই আমি ই-ব্যালটের মাধ্যমে ভোট দেব। কাউন্সিলরদের সঙ্গে কথা বলা শুরু করেছি। তারাও আমাকে আশ্বস্ত করছেন।