ঢাকা শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

নেইমারের বিরুদ্ধে ‘হুইস্কি ও গেম’ আসক্তির অভিযোগ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০৫:৩৫ পিএম
নেইমার জুনিয়র। ছবি- সংগৃহীত

ব্রাজিলিয়ান মিডিয়ায় ফুটবল তারকা নেইমার জুনিয়রের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। সাংবাদিক রোদলফো গোমেস তার ইউটিউব চ্যানেল ফুটেবোটেকোতে এই ফরোয়ার্ডের বিরুদ্ধে হুইস্কি ও এনার্জি ড্রিংক সেবনে আসক্তি এবং রাতভর ভিডিও গেম খেলার কারণে প্রশিক্ষণে দেরি করার গুরুতর অভিযোগ তুলেছেন।

এই অভিযোগ প্রকাশের পরই নেইমারের প্রতিনিধি সংস্থা এনআর স্পোর্টস এটিকে 'মিথ্যা', 'মানহানিকর' ও 'অবিবেচক' আখ্যা দিয়ে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

নেইমার গত বছর সৌদি আরবের আল-হিলাল ছেড়ে তার শৈশবের ক্লাব সান্তোসে ফিরে আসার পর থেকেই নানা উত্থান-পতনের মধ্যে রয়েছেন। 

রোদলফো গোমেসের দাবি, নেইমার নিয়মিতভাবে হুইস্কি ও এনার্জি ড্রিংক মিশিয়ে পান করতেন এবং শিশা ধূমপান করতেন। তিনি নাকি প্রায়ই প্রশিক্ষণের আগে রাত ৪টা থেকে ৫টা পর্যন্ত জেগে থাকতেন। 

এই সাংবাদিক আরও উল্লেখ করেছেন যে সন্তোসের নতুন হেড কোচ জুয়ান পাবলো ভোজভোদা নেইমারের এই অভ্যাসগুলো ‘প্রকাশ’ করার জন্য প্রশিক্ষণ সূচিতে পরিবর্তন আনার কথা ভাবছেন।

এনআর স্পোর্টসের কঠোর প্রতিক্রিয়া ও আইনি হুঁশিয়ারি

অভিযোগটি দ্রুত ব্রাজিলিয়ান মিডিয়াতে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই নেইমারের পক্ষ থেকে তাৎক্ষণিক ও কঠোর প্রতিক্রিয়া আসে। এনআর স্পোর্টস এক বিবৃতিতে বলেছে, এই অভিযোগগুলি অত্যন্ত মানহানিকর এবং সম্পূর্ণ মিথ্যা।

বিবৃতিতে আরও বলা হয়, সম্পূর্ণ ন্যায্য ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং যারা এই অভিযোগে জড়িত তাদের বিরুদ্ধে সকল নাগরিক ও ফৌজদারি আইনি পদক্ষেপ নেওয়া হবে।