ঢাকা শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

বিসিবি পরিচালক পদের মনোনয়ন ফরম কিনলেন তামিম ইকবাল 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০৫:৫১ পিএম
তামিম ইকবাল। ছবি- সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে পরিচালক পদে লড়তে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবং সদ্য পদত্যাগ করা জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক। 

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হওয়া মনোনয়ন ফরম বিতরণের প্রথম দিনেই তারা দুজন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

জাতীয় দলের সাবেক অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল পরিচালক পদে প্রার্থী হওয়ার জন্য ক্যাটাগরি-২ (ক্লাব ক্যাটাগরি) থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। 

আজ শনিবার দুপুর আড়াইটার দিকে তার পক্ষে রায়ের বাজার অ্যাথলেটিক ক্লাবের মনোনীত কাউন্সিলর মিনহাজ উদ্দীন খান এই মনোনয়ন ফরম নেন।

অন্যদিকে, পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জাতীয় দলের নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। তিনি নিজেও এদিন সশরীরে উপস্থিত হয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

প্রথমে ২৬ ও ২৭ সেপ্টেম্বর দু'দিন মনোনয়ন ফরম কেনার সুযোগ থাকার কথা থাকলেও, ভোটার তালিকা চূড়ান্ত করতে বিলম্ব হওয়ায় সময় কমিয়ে শুধু ২৭ সেপ্টেম্বর একদিনই মনোনয়ন ফরম সংগ্রহের দিন ধার্য করা হয়েছে।