আসন্ন নারী ক্রিকেট বিশ্বকাপে প্রথমবারের মতো ভারতীয় দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন হারমানপ্রীত কৌর। নিজ দেশে অনুষ্ঠিত এই আসরকে সামনে রেখে ভারতীয় অধিনায়ক জানালেন ‘এবারের লক্ষ্য শুধু অংশগ্রহণ নয়, বরং ভারতের নারী ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো আইসিসি ট্রফি জয়।’
হারমানপ্রীত বলেন, আমাকে প্রায়ই জিজ্ঞাসা করা হয়, এই বিশ্বকাপ আমার এবং দলের কাছে কতটা গুরুত্বপূর্ণ। আমার উত্তর একটাই—এটা আমাদের জন্য ইতিহাস গড়ার সুযোগ।
ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হতে যাওয়া এবারের আসরে নিজেদের মাটিতে খেলতে নামবে ভারত নারী ক্রিকেট দল। ২০২২ সালে হতাশাজনক পারফরম্যান্সের পর এবার ঘরের মাঠে জ্বলে উঠতে বদ্ধপরিকর তারা।
অধিনায়কের ভাষায়, এটা আমাদের সবার জন্য এক ধরনের হোম ওয়ার্ল্ড কাপ। যারা এতদিন আমাদের পাশে থেকেছেন, সেই সমর্থকদের জন্য আমরা বিশেষ কিছু করতে চাই।
ভারতীয় দল এরই মধ্যে প্রস্তুতি সেরে ফেলেছে। অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার মিশেলে গড়া দলে রয়েছে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত পারফরম্যান্সের ঝলক। চলতি বছরে খেলা ১৪ ওয়ানডের মধ্যে ১০টিতেই জয় তুলে নিয়েছে দলটি।
ঘরের মাঠের সুবিধা ও এই ধারাবাহিক পারফরম্যান্স তাদের অন্যতম ফেভারিটে পরিণত করেছে।
হারমানপ্রীত আরও বলেন, বিশ্বকাপের আগে আমাদের যাত্রাটা অনেক কিছু শিখিয়েছে। দলে নতুন উদ্দীপনা এসেছে, আর সবার ভেতরে এখন শুধু একটাই আগুন—আইসিসি ট্রফি জেতা।
তিনি আরও বলেন, আমরা জানি ভারতের নারীরা দু’বার রানার্সআপ হয়েছে (২০০৫ ও ২০১৭ সালে)। এবার সময় এসেছে বাধা ভেঙে নতুন ইতিহাস লেখার।
হারমানপ্রীত বলেন, সুষম দল, নিবিড় প্রস্তুতি আর সাফল্যের ক্ষুধা নিয়ে আমরা নামছি মাঠে। এই ভারতীয় দল চ্যালেঞ্জ নিতে প্রস্তুত, আর ক্রিকেট ইতিহাসে গৌরবময় অধ্যায় লিখতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।
ভারতীয় নারী ক্রিকেট দল ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযানের সূচনা করবে।