ঢাকা শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

দুর্গাপূজায় আ.লীগ ধ্বংসাত্মক কর্মযজ্ঞ চালাতে পারে: আবু হানিফ

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০৬:৫৭ পিএম
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

দুর্গাপূজাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ধ্বংসাত্মক কর্মযজ্ঞ চালাতে পারে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

আবু হানিফ পোস্টে লিখেন, বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আগামীকাল (রোববার) মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে এ মহোৎসব। হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন নির্বিঘ্নে এই উৎসব পালন করতে পারে সেজন্য প্রশাসনকে সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে।

পোস্টে তিনি আরও লিখেন, পরাজিত কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের বড় টার্গেট হতে পারে এই পূজা। তারা বিভিন্ন জায়গায় প্রতীমা ভাংচুরসহ বিভিন্ন ধ্বংসাত্মক কর্মযজ্ঞ চালাতে পারে। এর মধ্য দিয়ে আওয়ামী লীগ একটা ন্যারেটিভ দাড় করানোর চেষ্টা করবে। আর এটা হলে আওয়ামী লীগ ব্যতীত হিন্দু সম্প্রদায়কে কেউ সুরক্ষা দিতে পারবে না, অন্যদিকে চেষ্টা করবে বাংলাদেশ একটি সাম্প্রদায়িক দেশ তা প্রমাণ করার। তাই আইনশৃঙ্খলা বাহিনীর উচিত হবে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা।

পোস্টে তিনি দলমত নির্বিশেষে সবাইকে আহ্বান জানান, সকল রাজনৈতিক দলের দায়িত্ব হবে হিন্দু সম্প্রদায় যেন ভালো ভাবে তাদের উৎসব পালন করতে পারে সেজন্য সহযোগিতা করা।