ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

বাসে বিজিবির অভিযান, প্রায় ৪ কোটি টাকার স্বর্ণ জব্দ

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০২:৪০ এএম
বিজিবির অভিযানে আটক দুই যুবক। ছবি- রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের মহেশপুরে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে চারটি স্বর্ণের বারসহ দুই যুবককে আটক করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। স্বর্ণের বারগুলোর মোট ওজন আড়াই কেজিরও বেশি বলে জানানো হয়েছে। এর বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭১ লাখ টাকা।

আটক ব্যক্তিরা হলেন, ঝিনাইদহের কালীগঞ্জের সৌরভ বিশ্বাস ও তার সহযোগী রণজিৎ বিশ্বাস।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর-৫৮ বিজিবি হাজী ডিলাক্স এক্সপ্রেস বাসে অভিযান চালায়। অভিযানে সৌরভ বিশ্বাসকে আটক করা হয়। পরে তার সহযোগী রণজিৎ বিশ্বাসকেও কোটচাঁদপুর বাজার এলাকা থেকে আটক করা হয়।

শনিবার রাত সাড়ে ৮টায় এক প্রেস ব্রিফিংয়ে বিজিবি জানায়, তাদের কাছ থেকে চারটি স্বর্ণের বার, দুটি মোবাইলফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। স্বর্ণের বারের বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭১ লাখ টাকা।

এরইমধ্যে জব্দ করা স্বর্ণ সরকারি কোষাগারে জমা দেওয়াসহ আটক দুজনকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। স্বর্ণ পাচার ঠেকাতে সীমান্তে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।