সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ সাদাপাথর এলাকা থেকে একটি প্রাইভেটকার চুরির ঘটনা ঘটেছে। শনিবার বেলা ১১টার দিকে প্রাইভেটকারটি চুরি হয় বলে জানা গেছে।
ভুক্তভোগী পর্যটক রেদওয়ান খান জানান, নরসিংদীর রায়পুর উপজেলার বদরপুর গ্রাম থেকে তারা সকালে সাদাপাথর ভ্রমণে আসেন। সকাল ৭টার দিকে তারা ঢাকা মেট্রো-গ ২১-৩৮৩৮ নম্বরের একটি প্রাইভেটকারে করে ভোলাগঞ্জ পৌঁছান। এরপর প্রাইভেটকারটি নদীর ঘাটে পার্ক করে চালকসহ সবাই মিলে সাদাপাথর ঘুরতে যান।
প্রায় চার ঘণ্টা পর বেলা ১১টার দিকে ফিরে এসে তারা দেখতে পান প্রাইভেটকারটি আর সেখানে নেই। পরে বিষয়টি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয়দের মাধ্যমেও প্রাইভেটকারটির সন্ধান চাওয়া হয়েছে। খোঁজ পেলে বা কোনো তথ্য জানা থাকলে ০১৩২০-১১৭৯৯৫ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, ‘সাদাপাথর পর্যটন এলাকা থেকে এক পর্যটকের একটি প্রিমিও গাড়ি চুরি হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় একটি অভিযোগ নেওয়া হয়েছে। পুলিশ চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গাড়ি উদ্ধারে কাজ করছে।’
এদিকে, এ ঘটনা পর্যটকদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। স্থানীয়রা মনে করছেন, পর্যটন এলাকাগুলোতে নিরাপত্তা আরও জোরদার করা প্রয়োজন।