ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

ইনোভেশন কম্পিটিশন

সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০১:৩৮ এএম

নাটোরের সিংড়ায় স্কিল অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছে। গতকার শনিবার বেলা ১১টায় উপজেলা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এই কম্পিটিশন অনুষ্ঠিত হয়।  সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলম সেখের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। আরও বক্তব্য দেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের সেকশন অফিসার মাহবুবুল হোসেন, সিংড়া থানার ওসি মমিনুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার নাজনিন সুলতানা, বিভাগীয় প্রধান আরএসি নিরঞ্জন কুমার সরকার প্রমুখ। বক্তারা বলেন, কারিগরি শিক্ষার মাধ্যমে দেশের যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা সম্ভব। দক্ষতা উন্নয়ন ও উদ্ভাবনী উদ্যোগ দেশের শিল্প ও প্রযুক্তি খাতকে এগিয়ে নেবে এবং তরুণ প্রজন্মকে বিশ্ব শ্রমবাজারে প্রতিযোগিতামূলক করে তুলবে। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটাবে।