গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ ৪ জন নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেনÑ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের আব্দুর রাজ্জাক শেখের ছেলে ওবায়দুর রহমান শেখ (৪৫), মাদারীপুরের কালকিনি উপজেলার রন্ধনপুর গ্রামের মোতালেব পাইক (৭০) ও তার স্ত্রী দেলোয়ারা বেগম (৬০) এবং একই উপজেলার রেজাউল ইসলামের স্ত্রী রুমা খানম (৩৫)। হতাহতরা মাদারীপুর থেকে ইজিবাইকে করে মাঝিগাতী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত জানান, দুপুর ১২টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উপজেলার মাঝিগাতি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে চাপা দেয়। পরে আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মোতালেব পাইক ও তার স্ত্রী দেলোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে অবস্থার অবনতি হলে গুরুতর আহত বাকি তিনজনকে গোপালগঞ্জ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ওবায়দুর রহমান শেখ ও রুমা খানমকে মৃত ঘোষণা করেন। নিহত রুমা খানমের দশ বছরের শিশুকন্যার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।