ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

‘অভিষেক বচ্চন’কে আউট করতে হবে: শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০১:৪৫ এএম

ভারতীয় তরুণ ডানহাতি ব্যাটসম্যান অভিষেক শর্মা দুর্দান্ত ফর্মে আছেন। এশিয়া কাপে ৩০০ রানের বেশি সংগ্রহ তার। আজ ফাইনালেও যে অভিষেক জ¦লে ওঠার চেষ্টা করবেন, তা আর বলার অপেক্ষা রাখে না। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে পাকিস্তানের ফাইনাল ম্যাচের আগে এক মজার ঘটনার জন্ম দিলেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। ভারত-পাকিস্তান ম্যাচ বিশ্লেষণের সময় লাইভ স্ট্রিমিং শো ‘ট্যাডম্যাড’-এর ‘গেম অন হ্যায়’ অনুষ্ঠানে তিনি টেনে আনলেন বলিউড সুপারস্টার অভিনেতা অভিষেক বচ্চনকে। বিশ্লেষণের সময় ভারতের ওপেনার অভিষেক শর্মার নাম বলতে গিয়ে অভিষেক বচ্চনের নাম বলে ফেলেন শোয়েব! তিনি বলেন, ‘যদি পাকিস্তান অভিষেক বচ্চনকে তাড়াতাড়ি আউট করে দিতে পারে, ধরুন! তাহলে মিডল অর্ডারে কী হবে? ওদের মিডল অর্ডার তো একেবারেই রান করতে পারেনি।’ মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। পরে অভিষেক বচ্চন নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এক্স হ্যান্ডলে প্রতিক্রিয়া জানান, ‘স্যার, সম্মান রেখেই বলছি, তারা সেটাও পারবে না!

যদিও আমি ক্রিকেট খেলতেই পারি না।’ অভিষেককে নিয়ে শোয়েবের বাড়তি টেনশনের কারণ আছে। অবশ্য শুধু শোয়েব নয়, এবারের এশিয়া কাপে অভিষেককে নিয়ে ভাবতে হয়েছে সব প্রতিপক্ষের। এবারের এশিয়া কাপে ছয় ম্যাচে ৩০৯ রান করেছেন অভিষেক। স্ট্রাইক রেট ২০৪.৬৩, আছে তিনটি ফিফটি। সর্বোচ্চ ইনিংস ৭৫ রানের, যা খেলেছিলেন বাংলাদেশের বিপক্ষে। সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত এশিয়া কাপে এখনো অপরাজিত। পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে, এর মধ্যে পাকিস্তানের বিপক্ষে দুবার জিতেছে তারা। পাকিস্তান ফাইনালে উঠেছে সুপার ফোরে শ্রীলঙ্কা ও বাংলাদেশকে হারিয়ে।