ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

উদ্ভাবনী মেলা

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০১:৩৫ এএম

কাপ্তাইয়ে কারিগরি শিক্ষার্থীদের স্কিল ইনোভেশন কম্পিটিশন ও উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে এই আয়োজন করা হয়। ইনস্টিটিউট শিক্ষার্থীদের উদ্ভাবনী ১৫টি প্রকল্প মেলায় প্রদর্শিত হয়। প্রকল্পের মধ্যে তিনটি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করে। প্রথম হয় জিএসএম বেসড গ্যাস ডিটেক্টর উইথ অটোমেটিক এক্সইস্ট কন্ট্রোল সিস্টেম, দ্বিতীয় হয় অটোমেটিক ফায়ার অ্যালার্ম অ্যান্ড ওয়াটার সাপ্লাই এবং তৃতীয় উদ্ভাবনী অর্জন করে ব্লাড ডোনেশন প্ল্যাটফর্ম (রেড হোপ। প্রদর্শনী শেষে ইনস্ট্রাক্টর মো. ইকবাল হায়দারের সঞ্চালনা ও অধ্যক্ষ রূপক কান্তি  বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নেলী রুদ্র।