বিমান তৈরির জন্য স্থানীয়ভাবে খ্যাতি পেয়েছিলেন ৮৮ বছর বয়সী ভ্লাদিমির ট্র্যাপেজনিকভ। কিন্তু এই খ্যাতিই যেন কাল হলো তার। হেলিকপ্টার তৈরির নেশায় বুঁদ এই রাশিয়ান ব্যক্তি প্রাণ হারালেন নিজ বাড়িতে তৈরি পরিবহনটিতে। বাড়ির উঠান থেকে উড্ডয়নে সময় বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি।
শুক্রবার (০১ আগস্ট) ভোলগা অঞ্চলের পরিবহন প্রসিকিউটরের কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, পশ্চিম রাশিয়ার কিরভ অঞ্চলের ওমুটনিনস্কি জেলার বাসিন্দা ট্র্যাপেজনিকভ। বৃহস্পতিবার স্ব-নির্মিত হেলিকপ্টারটি উড্ডয়নের চেষ্টা করেছিলেন। তবে, উড্ডয়নের সময় হেলিকপ্টারটি নিজেই বিধ্বস্ত হয়ে পড়ে।
‘হেলিকপ্টারটির ইঞ্জিন উড়তে ব্যর্থ হয়। ইঞ্জিন চালু করার সময় এবং শক্তি সঞ্চারের মুহূর্তে এর প্রধান রোটর ব্লেডগুলো বিচ্ছিন্ন হয়ে যায়। এই ঘটনায় ১৯৩৭ সালে জন্মগ্রহণকারী পাইলট গুরুতর আহত হন।’ জেলাটির জরুরি পরিষেবা বিভাগ রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা আরআইএ নভোস্তিকে এই তথ্য নিশ্চিত করেছে।
আঞ্চলিক পরিবহন প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, আহত পাইলটকে ওমুটনিনস্কি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে, আরআইএ নভোস্তির প্রতিবেদন অনুযায়ী, এর কয়েক ঘণ্টা পরেই তিনি মারা যান।
প্রসিকিউটরের কার্যালয় আরও জানায়, হেলিকপ্টারটি অনিবন্ধিত ছিল এবং এই দুর্ঘটনার পেছনের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যমের মতে, ট্র্যাপেজনিকভ একজন স্বশিক্ষিত উদ্ভাবক ছিলেন। তিনি ছোটবেলায় পাইলট হওয়ার স্বপ্ন দেখতেন। যদিও একটি কাঠের কোম্পানির ড্রাইভার হয়েছিলেন এই রুশ নাগরিক। বিভিন্ন সময় উড়ন্ত মেশিন বা বিমান তৈরি করে স্থানীয়ভাবে খ্যাতি অর্জন করেছিলেন।
আরআইএ নভোস্তির মতে, সফলভাবে ঘরে তৈরি বিমান ওড়ানোর ফলে তিনি ১৯৮৫ সালে ‘প্যানোরামা’ সিনেমা এবং টিভি নিউজরিলে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেন। ট্র্যাপেজনিকভ মোট পাঁচটি বিমান তৈরি করেছিলেন, যা তার সর্বশেষ সৃষ্টি উৎক্ষেপণের চেষ্টা করার পরে মারা গিয়েছিল।
তথ্যসূত্র: সিএনএন