ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫

সব দল নিয়ে বৈঠকে বসছেন মোদি

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ৮, ২০২৫, ১২:৩৫ এএম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

কাশ্মীরের পহেলগাম অঞ্চলে হামলার ঘটনায় ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। রীতিমতো যুদ্ধে জড়িয়েছে দুই দেশ। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার (৮ মে) একটি সর্বদলীয় বৈঠক ডেকেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। পাশাপাশি  দেশটির মন্ত্রিসভার নিরাপত্তা কমিটির (সিসিএস) বৈঠক আহ্বান করা হয়েছে।

বুধবার (৭ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠেয় এই বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এদিকে,বুধবার (৭ মে) নরেন্দ্র মোদি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি তাকে ‘অপারেশন সিঁদুর’ সম্পর্কে অবহিত করেন। রাষ্ট্রপতি ভবন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ কথা জানিয়েছে।

অন্যদিকে, বুধবার (৭ মে) দিনভর পাল্টাপাল্টি হুমকি-ধমকি পর রাতে জাতির উদ্দেশে ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। 

ভাষণে তিনি বলেন, ভারতকে এই হামলা ‘পরিণাম ভোগ করতে হবে’। তার হয়তো ভেবেছিল আমরা পিছু হটবো। কিন্তু তারা ভুলে গেছে আমরা সাহসী জাতি। কখনো ভয় পাই না, পিছু হটি না। তাদের ঘায়েল করতে আমাদের মাত্র কয়েক ঘণ্টা সময় লেগেছে।

‘আল্লাহর রহমতে, আমাদের যুদ্ধবিমানগুলোর তান্ডবে শত্রুরা আত্মচিৎকার শুরু করেছিল। ভারতের অহংকার পাঁচটি যুদ্ধবিমান এখন কেবল ছাই এবং ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমাদের বিমানবাহিনী তাদের যে ক্ষতিসাধন করেছে, তা সেরে ওঠার সময়ও পাবে না।’

নিহতদের প্রতি শোক প্রকাশ করে শেহবাজ শরীফ বলেন, ভারতের কাপুরুষোচিত হামলায় ২৬ জন নিরীহ বেসামরিক নিহত ও ৪৬ জন আহত হয়েছেন। মাত্র সাত বছর বয়সী শিশু ইরতাজা আব্বাসের জানাজা আদায় করেছি। পাকিস্তানি জাতি সশস্ত্র বাহিনীর সাহসিকতা ও শক্তির প্রতি শ্রদ্ধা জানায়।

শপথ নিয়ে তিনি বলেন, গত রাতের ভারতের বিমান হামলায় নিহতদের ‘প্রতিটি রক্তের ফোঁটার’ প্রতিশোধ নেওয়া হবে। তাদের নিজেদের শক্তিশালী মনে করে। কিন্তু আমরা গতরাতে প্রমাণ করেছি যে, পাকিস্তান জানে কীভাবে শত্রুদের উপযুক্ত জবাব দিতে হয়।