ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫

ফেনীতে ২ সাবেক সমন্বয়কের ওপর ছাত্রদল নেতার হামলা

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: মে ৭, ২০২৫, ০৯:২২ এএম
আহত সাবেক সমন্বয়ক মাহফুজ, সালমান ও নাহিদা আক্তার। ছবি- রূপালী বাংলাদেশ

ফেনীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহফুজ, সালমান ও নাহিদা আক্তারের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শহরজুড়ে বিক্ষোভ মিছিল করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ সাধারণ শিক্ষার্থীরা।    

মঙ্গলবার (০৬ মে) রাত ৮টার দিকে ফেনী সদর হাসপাতাল মোড়ে এ হামলার  ঘটনা ঘটে। জেলা ছাত্রদলের সদ্য বহিস্কৃত সহ-সাধারণ-সম্পাদক ও কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান কর্তৃক এই হামলা হয়েছে বলে দাবি করেছেন আহত সমন্বয়করা। আহত ৩ জনই ফেনী জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।  
 
আহতরা জানান, জুলাই বিপ্লবের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে মঙ্গলবার ফেনী শহরের ট্রাংক রোডে মশাল মিছিল করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। কর্মসূচী শেষে সাবেক সমন্বয়ক মাহফুজ ও সালমান ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তিকৃত এক রোগীকে দেখতে যান। সেখান থেকে ফেরার পথে হাসপাতালের ভেতরেই এক নারীকে উদ্দেশ্য করে উস্কানী দেয় জেলা ছাত্রদলের বহিস্কৃত জিল্লুর রহমান।

 

তাৎক্ষণিক সমন্বয়ক মাহফুজ ও সালমান অশ্লীল আচরণের প্রতিবাদ করলে এ সময় দু'পক্ষের মধ্যে বাক-বিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে ছাত্রদল নেতা জিল্লুর নেতৃত্বে ১০/১৫ জন যুবক দেশীয় অস্ত্রসহ লাঠি ও লোহার রড নিয়ে সমন্বয়কদের উপর হামলা চালায়। এতে মাহফুজের মাথা, গলা ও শরীরের বিভিন্ন স্থানে জখম ও রক্তাক্ত হয়। সালমানের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। এছাড়াও নাদিয়ার ওপর নির্যাতন করার চেষ্টা করে।    

এ ব্যাপারে আহত সাবেক সমন্বয়ক আবদুল্লাহ আল মাহফুজ জানান, ছাত্রদল নেতা জিল্লুরের নেতৃত্বে আমাদের উপর পরিকল্পিত ভাবে হামলা হয়েছে। আমরা এই ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছি। আমরা এর বিচার চাই। 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত বলেন, কয়েকদিন আগে হামলাকারী ছাত্রদল নেতা জিল্লুর বিরুদ্ধে চাঁদাবাজীর খবর প্রকাশের পর এক সাংবাদিককে হত্যার হুমকি দিয়েছিল। এরপরও এই অভিযুক্ত ছাত্রদল নেতার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টা তার পক্ষে বিভিন্ন নেতাকে কথা বলতে দেখা গেছে।

এ বিষয়ে জানতে ছাত্রদল নেতাকে বারবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি।  

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সামছুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান,  এ ঘটনায় ভুক্তভোগীরা মামলার প্রস্তুতি নিচ্ছেন। অভিযোগ হাতে পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

এদিকে শহরজুড়ে ছাত্রপ্রতিনিধিরা বিক্ষোভ মিছিল করেন।