ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫

ভারত-পাকিস্তানকে সংযমের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ৭, ২০২৫, ১০:১৬ এএম
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ছবি: সংগৃহীত

পাকিস্তান এবং পাকিস্তান-শাসিত কাশ্মীরে ভারতের ন্যাক্কারজনক আক্রমণে অত্যন্ত উদ্বিগ্ন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। 

মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে দুই পারমাণবিক অস্ত্রধারী দেশ ভারত ও পাকিস্তানকে সর্বোচ্চ সামরিক সংযমের আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘের এক মুখপাত্র জানান, নিয়ন্ত্রণরেখা এবং আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতীয় সামরিক অভিযান নিয়ে মহাসচিব অত্যন্ত উদ্বিগ্ন। তিনি উভয় দেশের সর্বোচ্চ সামরিক সংযমের আহ্বান জানিয়েছেন।

তিনি আরও বলেন, ২২ এপ্রিল ভারত-শাসিত কাশ্মীরে জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা 'কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ' ছিল। এ হামলায় ২৬ জন নিহত হয়েছিল এবং এই নারকীয় সন্ত্রাসী হামলাকে জাতিসংঘের মহাসচিব 'ভয়াবহ সন্ত্রাসী হামলা' বলে নিন্দা করেছিলেন।

এশিয়া সময় বুধবার এবং মার্কিন সময় মঙ্গলবার ভারত পাকিস্তানের কাশ্মীরে আক্রমণ করেছে। পাকিস্তান বলেছে, দুই দশকের মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতিতে আছে তারা। তবে এরইমধ্যে তারা কিছু ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে।

সূত্র: রয়টার্স