ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫

ভারত-পাকিস্তান সংঘাতে ৫ শতাধিক ফ্লাইট বাতিল

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ৭, ২০২৫, ০৮:৪৪ পিএম
ছবিটি এয়ার ইন্ডিয়ার ফেসবুক পেজ থেকে নেওয়া।

ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতের জেরে প্রায় ৫৫০টি নির্ধারিত ফ্লাইট বাতিল হয়েছে।

রিয়েল-টাইম ফ্লাইট ট্র্যাকিং সেবা ফ্লাইটরাডার ২৪-এর তথ্য অনুযায়ী, পাকিস্তানে মোট নির্ধারিত বাণিজ্যিক ফ্লাইটের ১৬ শতাংশ এবং ভারতে তিন শতাংশ ফ্লাইট বাতিল হয়েছে।

ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তানের আকাশসীমা সাময়িক বন্ধসহ ৫৫০টি নির্ধারিত ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে এমিরেটস, ইতিহাদ এবং কাতার এয়ারওয়েজ।

বুধবার (৭ মে) নিজেদের ওয়েবসাইটে এমিরেটস জানিয়েছে, বুধবার দুবাই থেকে শিয়ালকোট, লাহোর, ইসলামাবাদ ও পেশোয়ারে যাত্রাবাহী সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, তবে করাচিগামী ফ্লাইটগুলো নির্ধারিত সময় অনুযায়ী চালু থাকবে।

আরব আমিরাত এয়ারওয়েজ সংস্থা ইতিহাদ জানিয়েছে, বুধবার করাচি, লাহোর ও ইসলামাবাদের ফ্লাইট বাতিল করেছে এবং কিছু ফ্লাইট বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ফলে সময় বাড়তে পারে।

কাতার এয়ারওয়েজ জানিয়েছে, পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকায় তারা সাময়িকভাবে দেশটির সব ফ্লাইট স্থগিত করেছে।

সংস্থাটি জানায়, ‘আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং যাত্রী ও ক্রুদের নিরাপত্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি।’