ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫

যেকোনো সময় পারমাণবিক যুদ্ধ : খাজা আসিফ

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ৭, ২০২৫, ০৮:২৯ পিএম
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি-সংগৃহীত

ভারত উত্তেজনা বৃদ্ধি অব্যাহত রাখলে পরিণতি ভয়ংকর হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ।

এ ছাড়াও তিনি যেকোনো সময় পারমাণবিক যুদ্ধ বেঁধে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন।

বুধবার (৭ মে) পাকিস্তানের সংবাদভিত্তিক টেলিভিশন জিও নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ আশঙ্কার কথা জানান তিনি।

খাজা আসিফ বলেন, পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। আর ভারত যদি তা বৃদ্ধি অব্যাহত রাখে, তাহলে এর পরিণতি হবে ভয়ংকর। উভয় দেশের মধ্যে অচলাবস্থা বিরাজ করছে। ফলে যেকোনো সময় পারমাণবিক যুদ্ধ বেঁধে যেতে পারে।

ভারতকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, পারমাণবিক সংঘাতের মতো পরিস্থিতি তৈরি হলে এর সম্পূর্ণ দায়ভার ভারতের ওপর বর্তাবে।

এদিন প্রথম প্রহরে পাকিস্তানে অতর্কিত ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। জবাবে পাল্টা আক্রমণ করে পাকিস্তান। এতে উভয় দেশের অন্তত ৪৬ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন প্রায় শতাধিক।

এ ঘটনার পর দুপুরে বৈঠকের বসে পাক জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি)।

এতে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর শেহবাজ শরীফ। ভারতে পাল্টা হামলা চালাতে সশস্ত্র বাহিনী অনুমতি দেয় এনএসসি।